শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছ। সামনে এইচএসসি পরীক্ষা। শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ একটি সমীক্ষা সামনে সমাগত। আজ আলোচনা করবো হিসাব বিজ্ঞানে ভালো ফলাফল করার উপায় নিয়ে। পরীক্ষার পূর্ব সময়ের কাজ হল বারবার পাঠ অনুশীলন করা, আত্মবিশ্বাসী হওয়া এবং চিন্তামুক্ত থাকা। পরীক্ষার প্রস্তুতি বিষয়ে কিছু লিখছি, পড়ে মনে রাখবে, ভালো ফলাফলে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পূর্বে যে কয়দিন সময় পাবে, এ সময়ে হিসাববিজ্ঞান বিষয়টি বারবার চর্চায় রাখবে। দৈনিক ৮-৯ ঘণ্টা করে পড়বে। মূল বইয়ের উদাহরণ ও অনুশীলনী প্রশ্নের সৃজনশীল প্রশ্নগুলো অনুশীলন করবে। তোমাকে ক অংশ উত্তর ভালো করার জন্য আর্থিক অবস্থা বিবরণী বেশি বেশি অনুশীলন করতে হবে। নৈর্ব্যক্তিক অংশ ভালো করার জন্য পাঠ্যবই বেশি বেশি পড়তে হবে।
প্রচুর প্র্যাকটিস করতে হবে।বিশেষ করে জাবেদা ব্যাখ্যাসহ ভালোভাবে আয়ত্ত করতে হবে।কারণ জাবেদা পারলেই আপনার অনেকাংশই কম্প্লিট হয়ে যাবে।এতে পরীক্ষায় খুবই দ্রুত উত্তর দিতে পারবেন।
একটি সৃজনশীল প্রশ্নের উত্তর ২২ মিনিট করে লেখার অভ্যাস করবে। পরীক্ষার খাতায় একই রকম বল পয়েন্ট কলম ব্যবহার করবে। উত্তরপত্রে মার্জিন এবং প্রায়োগিক সমাধানে যথাযথ ছক ব্যবহার করবে এবং হাতের লেখা যাতে পরিচ্ছন্ন হয় সে দিকে নজর দেবে। সৃজনশীল অংশের ‘খ’ বিভাগ থেকে এটি প্রশ্নের উত্তর দেবে এবং ‘ক’ অংশ আবশ্যিক ২টি প্রশ্নের উত্তর দেবে সময় টেবিল ঠিক রেখে। পরীক্ষায় নতুন কলম ব্যবহার করবে না। পরীক্ষার পূর্ব রাতে টেনশনমুক্ত থাকবে এবং বেশি রাত জাগবে না। সৃজনশীল অংশে মোট ১১টি প্রশ্ন থাকবে। উত্তর দিতে হবে ‘ক’ বিভাগ আবশ্যিক ২টি + খ বিভাগ ৫টি (৯টি প্রশ্ন থেকে) ‘খ’ বিভাগ এ ৫টি প্রশ্নের জন্য লেনদেন, জাবেদা, খতিয়ান, নগদান বই, রেওয়ামিল ও পারিবারিক এবং আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব অধ্যায়গুলো ভালো করে রিভিশন দেবে।
উত্তর লেখার সময় প্রতিটি অনুচ্ছেদের ক, খ, গ-এর উত্তর ধারাবাহিকভাবে লিখবে। উত্তর লেখার সময় যথাযথভাবে মার্জিন টানবে, খাতার মধ্যভাগে প্রশ্ন নম্বর লিখবে পরিচ্ছন্নভাবে ছকের মধ্যে গাণিতিক সমাধান করবে, সমাধান শেষে প্রযোজ্য ক্ষেত্রে হিসাব সমাপ্ত সূচক রেখা টানবে। নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য মূল বই পড়বে। ৩০টি বহুনির্বাচনী নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। উত্তরপত্রের ক, খ, গ, ঘ অপশনের সঠিক উত্তর টিক চিহ্ন না দিয়ে বৃত্ত ভরাট করবে। সব বোর্ডের প্রথম সারির ১০টি স্কুলের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর অনুশীলন করবে। আশা করি কথাগুলো তোমাদের উপকারে আসবে, ইনশাআল্লাহ।
মোট কথা, হিসাব বিজ্ঞানে ভালো রেজাল্ট করার জন্য অনুশীলনের কোন বিকল্প নেই। আপনি দেখে অথবা না দেখে অংক করুন কোন সমস্যা নেই। তবে আপনাকে প্রচুর অংক করতে হবে । অংক করে আপনার হাতকে ফাস্ট করতে হবে। A+ পেতে হলে পরীক্ষাতে আপনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে । আর হিসাব বিজ্ঞানে ৮০% শিক্ষার্থীই সব অংক করতে পারে না । তাই যত বেশি প্র্যাক্টিস করবেন তত ভালো হবে । আর আপনাকে আর্থিক বিবরনী ভালো করে পড়তে হবে । আর্থিক বিবরনী থেকে ২ টা প্রশ্ন আসবে তার মধ্য আপনাকে দুটি প্রশ্নের ই উত্তর দিতে হবে ।