যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ জনাব এম.এ ওয়াদুদ (অবসরপ্রাপ্ত)
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ জনাব এম.এ ওয়াদুদ (অবসরপ্রাপ্ত)

“সবার জন্য শিক্ষা” এ প্রত্যয়ে চাঁদপুর জেলার মতলব উত্তরের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হয়েও নিজেকে শিক্ষা বিস্তারের কার্যক্রমে সম্পৃক্ত করি। কারণ আমি জানি, শিক্ষা ছাড়া একটি জাতি কখনো সফল, স্বনির্ভর ও উন্নত জাতিতে পরিনত হতে পারে না। আর সে কারনেই ১৯৭১ইং সালে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পর জনসাধারনের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য দ্বিতীয় আরেকটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। ১৯৯৭ইং সালে এলাকার জনগণ ও আমার পরিবারের সহযোগীতায় মতলব উত্তরের সুজাতপুর গ্রামে এ ঐতিহ্যবাহী কলেজটি প্রতিষ্ঠা করি। আধুনিক মানসম্মত এ প্রতিষ্ঠানটি মতলব তথা চাঁদপুরসহ সারাদেশে শিক্ষাক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করে দেশ ও জাতির মর্যাদা অক্ষুন্ন রেখে জাতিকে আলোর পথ দেখাবে এবং একটি স্বনির্ভর জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করবে- একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে এটাই আমার হৃদয়ে লালিত স্বপ্ন।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ জনাব এম.এ ওয়াদুদ (অবসরপ্রাপ্ত)
প্রতিষ্ঠাতা

সুজাতপুর ডিগ্রি কলেজ
মতলব উত্তর, চাঁদপুর।

সাবেক কমান্ডার
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ
চাঁদপুর জেলা ইউনিট কমান্ড
চাঁদপুর