
পর্যায় সারণির মৌলের নাম মনে রাখার সহজ কৌশল । পর্যায় সারণি বা Periodic Table বর্তমানে পর্যায় সারণিতে মোট ১১৮টি মৌলের নাম লেখা রয়েছে। আজ আমরা পর্যায় সারণি মনে রাখার কৌশল নিয়েই আলোচনা করবো।
পর্যায় সারণির বৈশিষ্ট্য (Characteristics of the Periodic Table)
পর্যায় সারণি মূলত একটি ছক বা টেবিল। টেবিলে যেমন সারি (Row) এবং কলাম (Column) থাকে পর্যায় সারণিতেও তেমনি সারি ও কলাম আছে। পর্যায় সারণির বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারিগুলােকে পর্যায় এবং খাড়া কলামগুলােকে গ্রুপ বা শ্রেণি বলে।
আধুনিক পর্যায় সারণির বর্গাকার ঘরগুলোতে মোট ১১৮টি মৌল আছে। পর্যায় সারণিটি এই অধ্যায়ের শুরুতে দেখানো হয়েছে। আধুনিক পর্যায় সারণির অনেক বৈশিষ্ট্য রয়েছে। বর্তমানে পর্যায় সারণির দিকে লক্ষ রাখলে নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ খুঁজে পাওয়া যাবে।
- (১) পর্যায় সারণিতে ৭টি পর্যায় (Period) বা অনুভূমিক সারি এবং ১৮টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে।
- (২) পর্যায় সারণির প্রতিটি পর্যায় বাম দিকে গ্রুপ ১ থেকে শুরু করে ডানদিকে গ্রুপ ১৮ পর্যন্ত বিস্তৃত।
- (৩) মূল পর্যায় সারণির নিচে আলাদাভাবে ল্যান্থানাইড (Lanthanide) ও অ্যাকটিনাইড (Actinide) সারির মৌল হিসেবে দেখানাে হলেও এগুলাে পর্যায় সারণির যথাক্রমে ৬ এবং ৭ পর্যায়ের অংশ।
পর্যায় | মৌলের সংখ্যা |
পর্যায় ১ | ২টি মৌল |
পর্যায় ২ এবং ৩ | ৮টি মৌল |
পর্যায় ৪ এবং ৫ | ১৮টি মৌল |
পর্যায় ৬ এবং ৭ | ৩২টি মৌল |
গ্রুপ | মৌলের সংখ্যা |
গ্রুপ ১ | ৭টি মৌল |
গ্রুপ ২ | ৬টি মৌল |
গ্রুপ ৩ | ৩২টি মৌল |
গ্রুপ ৪ থেকে ১২ পর্যন্ত | প্রতি গ্রুপে ৪টি করে মৌল |
গ্রুপ ১৩ থেকে ১৭ পর্যন্ত | প্রতি গ্রুপে ৬টি করে মৌল |
গ্রুপ ১৮ | ৭টি মৌল |
পর্যায় সারণির মৌলের নাম মনে রাখার সহজ কৌশল
বর্তমানে আধুনিক পর্যায় সারণিতে সর্বমোট ১১৮টি মৌল রয়েছে। তাই পর্যায় সারণির এতোগুলো মৌলের নাম কিন্তু সহজে মনে রাখা সম্ভব নয়। কিন্তু পরীক্ষার জন্য হোক বা অন্য যেকোনো কাজে, পর্যায় সারণি -এর মৌলগুলোর নাম, গ্রুপ ও পর্যায়ে এদের অবস্থান মনে রাখা জরুরি।
তবে পর্যায় সারণির মৌলগুলো মনে রাখার কিছু কৌশল আছে যার মাধ্যমে আমরা খুব সহজেই মৌলগুলোর নাম মনে রাখতে পারি। এর মাঝে একটি ভালো উপায় হলো বিভিন্ন ছন্দের মাধ্যমে মৌলগুলোর নাম মনে রাখা।
আরও পড়ুনঃ ঢাবিতে ভর্তি আবেদনে যে ৫ ধাপ অনুসরণ করতে হবে
যার ফলে আমরা হালকা চর্চা করলেই এগুলো সহজে মনে রাখতে পারি। তাই কিছু ছন্দের মাধ্যমে পর্যায় সারণির মৌলগুলোর নাম মনে রাখার কৌশল দেওয়া হলঃ
গ্রুপ ১ঃ মনে রাখার ছন্দঃ হায় লি না কে রুবি ছেঁচে ফেলেছে
হায় – H – হাইড্রোজেন
লি – Li – লিথিয়াম
না – Na – সোডিয়াম
কে – K – পটাশিয়াম
রুবি – Rb – রুবিডিয়াম
ছেঁচে – Cs – সিজিয়াম
ফেলেছে – Fr – ফ্রানসিয়াম
আরও পড়ুনঃ ডিনামাইট থেকে নোবেল পুরস্কার
গ্রুপ ২ঃ মনে রাখার ছন্দঃ বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো
বিরিয়ানি – Be – বেরিলিয়াম
মোগলাই – Mg – ম্যাগনেসিয়াম
কাবাব – Ca – ক্যালসিয়াম
সরিয়ে – Sr – স্ট্রোনসিয়াম
বাটিতে – Ba – বেরিয়াম
রাখো – Ra – রেডিয়াম
গ্রুপ ১৩ঃ মনে রাখার ছন্দঃ বো য়াল গেলো ইন্ডিয়া তেও যাই
বো – B – বোরন
য়াল – Al – অ্যালুমিনিয়াম
গেলো – Ga – গ্যালিয়াম
ইন্ডিয়া – In – ইনডিয়াম
তেও যাই – Ti – থ্যালিয়াম
গ্রুপ ১৪ঃ মনে রাখার ছন্দঃ কাল সিলেট গেলে স্বর্ন পাবো
কাল – C – কার্বন
সিলেট – Si – সিলিকন
গেলে – Ge – জারমেনিয়াম
স্বর্ন – Sn – টিন
পাবো – Pb – লেড
গ্রুপ ১৫ঃ মনে রাখার ছন্দঃ নানা পাটেকার আসলো সব বিলিয়ে
নানা – N – নাইট্রোজেন
পাটেকার – P – ফসফরাস
আসলো – As – আর্সেনিক
সব – Sb – অ্যান্টিমনি
বিলিয়ে – Bi – বিসমাথ
গ্রুপ ১৬ঃ মনে রাখার ছন্দঃ ও এস এস সি তে পড়ে
ও – O – অক্সিজেন
এস – S – সালফার
এস সি – Se – সেলেনিয়াম
তে – Te – টেলুরিয়াম
পড়ে – Po – পোলোনিয়াম
গ্রুপ ১৭ঃ মনে রাখার ছন্দঃ ফকিরা কালু বরিসাল থেকে ইস্টিমারে আসতেসে
ফকিরা – F – ফ্লোরিন
কালু – Cl – ক্লোরিন
বরিসাল থেকে – Br – ব্রোমিন
ইস্টিমারে – I – আয়োডিন
আসতেসে – At – অ্যাস্টাটিন
আরও পড়ুনঃ রসায়নে কিভাবে আশানুরূপ ভালো করা যায়?
গ্রুপ ১৮ঃ মনে রাখার ছন্দঃ হিলি নিয়ন্তা আর কিশোর যাবে রংপুর
হিলি – He – হিলিয়াম
নিয়ন্তা – Ne – নিয়ন
আর – Ar – আর্গন
কিশোর – Kr – ক্রিপ্টন
যাবে – Xe – জেনন
রংপুর – Rn – রেডন
পর্যায় ৩ঃ মনে রাখার ছন্দঃ না মাযে এসে সিজদায় পড়ে সবাই কালেমা আওড়ায়
না – Na – সোডিয়াম
মাযে – Mg – ম্যাগনেসিয়াম
এসে – Al – অ্যালুমিনিয়াম
সিজদায় – Si – সিলিকন
পড়ে – P – ফসফরাস
সবাই – S – সালফার
কালেমা – Cl – ক্লোরিন
আওড়ায় – Ar – আর্গন
এভাবেই আমরা বিভিন্ন ছন্দের মাধ্যমে পর্যায় সারণির মৌলগুলোর নাম,গ্রুপ এবং পর্যায় মনে রাখতে পারি।
wonderful
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেক উপকৃত হলাম
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
❤️❤️❤️❤️