সুজাতপুর কলেজের জনবল (স্টাফিং প্যাটার্ন)

শিক্ষা মন্ত্রনালয়ের স্মারক নং-শা:১৩/এমপিও-১২/২০০৯/৭৫, তারিখঃ ০৪/০২/২০১০ইং তারিখে জারিকৃত পরিপত্র অনুযায়ী উচ্চ মাধ্যমিক কলেজ(১১শ-১২শ) এর জনবল বা স্টাফিং প্যাটার্ন ঘোষনা করা হয়।এ জনবল বা স্টাফিং প্যাটার্ন অনুসারে প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষক ও অন্যান্য কর্মচারী যারা সুজাতপুর কলেজে কর্মরত রয়েছেন তাদের তালিকা নিম্নে দেওয়া হলোঃ

ক্রমিক পদবি পদসংখ্যা কর্মরত
১. অধ্যক্ষ
২. প্রভাষক/সহকারি অধ্যাপক (বাংলা)
৩. প্রভাষক/সহকারি অধ্যাপক (ইংরেজি)
৪. প্রভাষক/সহকারি অধ্যাপক (ঐচ্ছিক প্রতি বিষয়ে) ১৫ ১৪
৫. শরীরচর্চা শিক্ষক
৬. প্রদর্শক (বিজ্ঞানাগার চালু থাকলে ১জন এবং তিন এর অধিক ব্যবঃ বিষয় চালু থাকলে অতিরিক্ত ১ জন প্রদর্শক প্রাপ্য হবেন) ১+১
৭. সহকারি গ্রন্থাগারিক/ক্যাটালগার
৮. অফিস সহকারি-কাম-হিসাব সহকারি
৯. নিম্নমান সহকারি-কাম-কম্পিউটার অপারেটর
১০. এমএলএসএস(গার্ড/মালী/ঝাড়ুদারসহ)
১১. আয়া (বালিকা বিদ্যালয়ের জন্য)

 

বর্তমানে নিম্নোক্ত বিষয়সমূহ কলেজে চালু আছেঃ

১. বাংলা ২. ইংরেজি ৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪. হিসাববিজ্ঞান ৫. অর্থনীতি ৬. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ৭.উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ৮. পদার্থবিজ্ঞান ৯. রসায়নবিজ্ঞান ১০. জীববিজ্ঞান ১১. গণিত ১২. পৌরনীতি ও সুশাসন ১৩. সমাজকর্ম ১৪. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১৫. যুক্তিবিদ্যা ১৬. কৃষিশিক্ষা ১৭. ভূগোল