এইচএসসি পরীক্ষা ২০২৫ শুরু জুনে । ২০২৫ এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে ? আগামী বছরের (২০২৫ সালের) এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে।
এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।
রোববার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার।
আরও পড়ুনঃ
- ❒এইচএসসি জীববিজ্ঞানে A+ পাওয়ার উপায়
- ❒ এইচএসসি পরীক্ষা ২০২৪ শুরু জুনের শেষ সপ্তাহে (রুটিন)
- ❒ ICT তে খুব সহজে A+ পাওয়ার উপায়?
- ❒ পাঁচ হাজার টাকা অনুদান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদন ৪ ফেব্রুয়ারি শুরু
- ❒ পর্যায় সারণির মৌলের নাম মনে রাখার সহজ কৌশল
- ❒ পড়া মনে রাখার কার্যকরী ১০টি বৈজ্ঞানিক কৌশল
- ❒ কিভাবে পড়লে HSC তে A+ পাবো?
- ❒ জেনে রাখুন গণিতে ভালো করার তিনটি উপায়
- ❒ পরীক্ষায় ভালো করার ৮টি সহজ উপায়
- ❒ হিসাব বিজ্ঞানে ভালো ফলাফল করার উপায়?
- ❒ পরীক্ষার খাতায় ভালো নম্বর পাবার কয়েকটি স্ট্র্যাটেজি
- ❒ ইংরেজিতে এ+ পাওয়ার সহজ উপায়
- ❒ রসায়নে কিভাবে আশানুরূপ ভালো করা যায়?
- ❒ পদার্থবিজ্ঞানে A+পাওয়ার সহজ উপায়
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, মার্চে এবার রমজান মাস চলবে। ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে। সেভাবে প্রস্তুতি চলছে।
তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষাটা আমরা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করেছি। ৭ জুন পবিত্র ঈদুল আজহা। সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।
আরও পড়ুনঃ পড়া মনে রাখার কার্যকরী ১০টি বৈজ্ঞানিক কৌশল