এইচএসসি পরীক্ষা ২০২৪ রুটিন ডাউনলোড | এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন ২০২৪ | HSC Routine 2024 Download Link Sujatpur College | এইচএসসি পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট ২০২৪
এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন । ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট । আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।
মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত রুটিন প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ৩০ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এইচএসসি পরীক্ষার রুটিন দেখুন এখানে.pdf ডাউনলোড লিংক
আরও পড়ুনঃ
- ❒ ICT তে খুব সহজে A+ পাওয়ার উপায়?
- ❒ পাঁচ হাজার টাকা অনুদান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদন ৪ ফেব্রুয়ারি শুরু
- ❒ পর্যায় সারণির মৌলের নাম মনে রাখার সহজ কৌশল
- ❒ পড়া মনে রাখার কার্যকরী ১০টি বৈজ্ঞানিক কৌশল
- ❒ কিভাবে পড়লে HSC তে A+ পাবো?
- ❒ জেনে রাখুন গণিতে ভালো করার তিনটি উপায়
- ❒ পরীক্ষায় ভালো করার ৮টি সহজ উপায়
- ❒ হিসাব বিজ্ঞানে ভালো ফলাফল করার উপায়?
- ❒ পরীক্ষার খাতায় ভালো নম্বর পাবার কয়েকটি স্ট্র্যাটেজি
- ❒ ইংরেজিতে এ+ পাওয়ার সহজ উপায়
- ❒ রসায়নে কিভাবে আশানুরূপ ভালো করা যায়?
- ❒ পদার্থবিজ্ঞানে A+পাওয়ার সহজ উপায়
এদিকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। অবশ্য বিলম্ব ফি দিয়ে পরেও ফরম পূরণ করার সুযোগ রয়েছে।
জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
আরও পড়ুনঃ পরীক্ষায় ভালো করার ৮টি সহজ উপায়