ইংরেজিতে এ+ পাওয়ার সহজ উপায়
সিনিয়র শিক্ষক,
সুপ্রিয় শিক্ষার্থীরা,
ইংরেজিতে এ+ পাওয়ার সহজ উপায় । শুভেচ্ছা নিও। এইচএসসি পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। তোমাদের জন্য সর্ব প্রথম পরামর্শ হচ্ছে পরীক্ষার রুটিন এবং তার যে কোনো পরিবর্তন সম্পর্কে সব সময় অবহিত থাকা। অনিবার্য কারণে রুটিন পরিবর্তন হলে মোটেও ঘাবড়ে যাবে না এবং পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেবে। এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে এ+ পাওয়ার জন্য তোমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। নিুে এগুলো নিয়ে আলোচনা করা হল-
আরও পড়ুনঃ কিভাবে পড়লে HSC তে A+ পাবো?
- ❒ এইচএসসি পরীক্ষা ২০২৪ শুরু জুনের শেষ সপ্তাহে (রুটিন)
- ❒ ICT তে খুব সহজে A+ পাওয়ার উপায়?
- ❒ পাঁচ হাজার টাকা অনুদান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদন ৪ ফেব্রুয়ারি শুরু
- ❒ পর্যায় সারণির মৌলের নাম মনে রাখার সহজ কৌশল
- ❒ পড়া মনে রাখার কার্যকরী ১০টি বৈজ্ঞানিক কৌশল
- ❒ কিভাবে পড়লে HSC তে A+ পাবো?
- ❒ জেনে রাখুন গণিতে ভালো করার তিনটি উপায়
- ❒ পরীক্ষায় ভালো করার ৮টি সহজ উপায়
- ❒ হিসাব বিজ্ঞানে ভালো ফলাফল করার উপায়?
- ❒ পরীক্ষার খাতায় ভালো নম্বর পাবার কয়েকটি স্ট্র্যাটেজি
- ❒ ইংরেজিতে এ+ পাওয়ার সহজ উপায়
- ❒ রসায়নে কিভাবে আশানুরূপ ভালো করা যায়?
- ❒ পদার্থবিজ্ঞানে A+পাওয়ার সহজ উপায়
- অধিকাংশ শিক্ষার্থী সারা বছর গ্রামার, শূন্যস্থান, টেবিল, বি-অ্যারেঞ্জ ইত্যাদি বেশি চর্চা করে থাকে। যার ফলে অনেক সময় বর্ণনামূলক অংশটি উপেক্ষিত হয়ে থাকে। অথচ দুই পত্রে ২০০ নম্বরের প্রায় অর্ধেক বর্ণনামূলক প্রশ্ন থাকে। তাই গ্রামার ও শূন্যস্থানের পাশাপাশি বর্ণনামূলক অংশটিও নিয়মিত পড়তে হবে এবং প্রচুর লিখার অভ্যাস করতে হবে। তাহলে পরীক্ষায় প্রশ্নের উত্তর কত পৃষ্ঠা লিখলে নিজের লেখায় কত শব্দ হবে (যেমন ৭০-৮০-১২০ বা ২০০ শব্দ) তা সম্পর্কে সঠিক ধারণা গড়ে উঠবে।
- ইংরেজি ২য় পত্রে বর্ণনামূলক অংশ বেশি হওয়ায় ৮০ নম্বর পাওয়া অনেক সময় কঠিন হয়ে থাকে। তাই ইংরেজি ১ম পত্রে ভালো প্রস্তুতি নিয়ে ৯০-এর ওপরে নম্বর তুলতে হবে। তাহলেই গড়ে ৮০% অর্থাৎ এ+ নিশ্চিত হবে।
- বহুনির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরটি তুলে দিতে হবে। যেমন- 1(a) (iii) a naval aviator.
- True (False-এর ক্ষেত্রে উত্তর False হলে সঠিক উত্তরটি লিখতে হবে।
- ১ম পত্রে ৪নং প্রশ্নের প্যারাগ্রাফ লিখে বক্সের ব্যবহার করা শব্দগুলো Underline করে দেবে।
- Short question-এর ক্ষেত্রে যে Tense-এ প্রশ্ন থাকবে সেই Tense-এ উত্তর দেবে।
- শূন্যস্থানের শব্দগুলো পরপর উপরে নিচে লিখবে।
- Text বই থেকে শূন্যস্থান এলে Texual word ব্যবহার করা ভালো।
- Re-arrange-এর ক্ষেত্রে সঠিকভাবে ছকসহ বাক্যগুলো সাজিয়ে প্যারাগ্রাফ আকারে লিখবে।
- প্যারাগ্রাফ মানেই একটি প্যারা। তাই প্যারাগ্রাফ সবসময় একটি প্যারায় লিখবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে লিখবে। প্যারাগ্রাফে একটি Topic Sentence বা Introductory sentence এবং একটি Concluding sentence থাকবে।
- Letter (Application-এ প্রশ্নে উল্লিখিত নাম-ঠিকানা অবশ্যই ব্যবহার করতে হবে।
Idioms & phrase-এ প্রয়োজনে Verb-এর form পরিবর্তন করে সঠিক tense-এ লিখতে হবে। - Transformation-এ প্রশ্নবোধক (?), আশ্চর্যবোধক (!) বাক্য লিখার সময় সঠিক চিহ্ন দিতে ভুলবে না।
- Tag question-এ সম্পূর্ণ বাক্যটি তুলে Tag Question অংশটি underline করে দেবে।
- Completing sentence অবশ্যই complex sentence-এ করবে এবং নতুন লেখা অংশটি Underline করে দেবে।
- story writing-এ প্রশ্নে উল্লিখিত অংশটুকু অন্য কালি (নীল বা সবুজ) দিয়ে লিখবে এবং সঠিক Title লিখবে।
- খাতার মার্জিন ও ছক করার জন্য পেনসিল ব্যবহার করবে।
আরও পড়ুনঃ জেনে রাখুন গণিতে ভালো করার তিনটি উপায়